২৫ জানুয়ারী ২০২১

হাবিবুর রহমান হাবিব




ক‌বিতার আলাপন



কাব‌্যময় জীবন এ এক অ‌বিচল প্রবচন,

যে শব্দ পথ দেখা‌তে শেখায় না,

তা কখ‌নো কাব‌্য হ‌তে পা‌রে না ।

তবু ব‌য়ে চ‌লে মেঘ রৌ‌দ্রের খেলা,

এরই মা‌ঝে অ‌বিরাম চ‌লে ক‌বিতার আলাপন ।

এরা ম‌নে হয় মায়াভ‌স্কি ও নজরু‌লের ক‌বিতা প‌ড়ে না,

শে‌ষের ক‌বিতা প‌ড়ে কিন্তু শর‌তের শ্রীকান্ত প‌ড়ে নাই,

এখা‌নেই র‌বি ঠাকু‌রের ট্রে‌জে‌ডি,

জাত,ধর্ম,শ্রেণি মারা‌তে পা‌রে নাই ।

জীবন‌কে খু‌জে পাওয়া যায় ম‌্যা‌ক্সিম গোর্কী‌তে,

সুকান্ত জ্বে‌লে‌ছে ক‌বিতার মি‌ছি‌লে অ‌গ্নি‌শিখা,

আমরা মে‌নে নি‌য়ে‌ছি ম‌্যা‌কেয়াভ‌্যা‌লির,

আধু‌নিক রাজত‌ন্ত্রের রাষ্ট্র চিন্তা ।

ক‌বিরা যখন হ‌য়ে যায় বু‌দ্ধিজী‌বি,

তখন শ্রেণিহীন বু‌দ্ধিজী‌বি হ‌য়ে যায় রা‌ষ্ট্রের দালাল ।

ক‌বিতা,শিল্প, সা‌হিত‌্য প‌ড়ে থাক ময়লার চৌবাচ্চায়,

পদক,পুরস্কার,শ্রেষ্ঠত্ব আমা‌দের চাই -ই-চাই ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much