কবিতার আলাপন
কাব্যময় জীবন এ এক অবিচল প্রবচন,
যে শব্দ পথ দেখাতে শেখায় না,
তা কখনো কাব্য হতে পারে না ।
তবু বয়ে চলে মেঘ রৌদ্রের খেলা,
এরই মাঝে অবিরাম চলে কবিতার আলাপন ।
এরা মনে হয় মায়াভস্কি ও নজরুলের কবিতা পড়ে না,
শেষের কবিতা পড়ে কিন্তু শরতের শ্রীকান্ত পড়ে নাই,
এখানেই রবি ঠাকুরের ট্রেজেডি,
জাত,ধর্ম,শ্রেণি মারাতে পারে নাই ।
জীবনকে খুজে পাওয়া যায় ম্যাক্সিম গোর্কীতে,
সুকান্ত জ্বেলেছে কবিতার মিছিলে অগ্নিশিখা,
আমরা মেনে নিয়েছি ম্যাকেয়াভ্যালির,
আধুনিক রাজতন্ত্রের রাষ্ট্র চিন্তা ।
কবিরা যখন হয়ে যায় বুদ্ধিজীবি,
তখন শ্রেণিহীন বুদ্ধিজীবি হয়ে যায় রাষ্ট্রের দালাল ।
কবিতা,শিল্প, সাহিত্য পড়ে থাক ময়লার চৌবাচ্চায়,
পদক,পুরস্কার,শ্রেষ্ঠত্ব আমাদের চাই -ই-চাই ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much