ভাবনা
দু'চোখ বেয়ে জল নেমে আসে
যখন বিজনে ভাবি!
মিটাইনি আমি জীবনের যত শখ
মিটাইনি কারো দাবী।
বনে বনে বাদলের নিঝুম দুপুর
কেনো তোলে অবেলায়
এই হৃদয়ে,বেদনার সুর।
আমিতো চেয়েছি যেতে দ্বিধাহীন মনে
সমুদ্রের পাড়েএক দেবদারু বনে,
যেখানে নিবিড় শান্তির ছায়ার শয্যায়,
কেনো যে বারবার বাধা দেয়
মোর হৃদয়ের আঙিনায়।
আকাশ বাতাস ডাকে আমায়
পখিরা বলে ছুটে আয়,
আমি চাই ছুটে যেতে
কেবলই মুক্ত সীমানায়।
পাতাঝরা দিন বলেছে আমারে
চেতনার জ্বলে অমৃত সূর্য
আলো আবিরে নাচি,
যতই আধাঁর ঢাকুন আমারে!
আমি আছি কেবল আমারই কাছাকাছি।
অনেক গধূলি-ধুলো
উড়ে যেতে দেখেছি বাতাসে,
ঝরা পাতা, আরো কতো পাখি!
সেই পাখি আর ফিরে আসে নাই
তবু কেনো স্মৃতি ভাই, ফিরে ফেরে আসে,
পালক উড়ে পড়ে মোর হৃদয়ের ঘাসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much