০৩ মার্চ ২০২১

অলোক দাস




 শ্রদ্ধা 


 যে মানুষটা বললো, কাল আসছেন তো? চেষ্টা করবো I পরের দিন বাড়ি গিয়ে দেখলাম, রাজার বাড়ি থমথমে I কারো মুখে  কোনো কথা নেই I শান্তিনিকেতন থেকে সাদা পাঞ্জাবী এনেছিলাম I মহারাজ খুশি হবে বলে I মেয়েকে বললাম, এটা উনাকে পরিয়ে দেবেন I আর বলবেন, আমি এসেছিলাম I খালি বলতেন, তুমি হলে আমার অরিজিৎ I কাজের মধ্যে থাকবেন I বাঁচবেন তো একবার I সবার হৃদয়ে দাগ রেখে যান I ইতিহাস আপনাকে কোনোদিন ভুলবে না I সবায়ের জন্যে আপনার গান ও কবিতা I দুয়ারে দুয়ারে ছড়িয়ে যাবেই I

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much