০৩ মার্চ ২০২১

মোহাঃ হাসানুজ্জামান




ছোট্ট জিজ্ঞাসা


আমার স্বপ্ন গুলোকি রবে স্বপ্ন হয়ে

নাকি দেখব নতুন ঊষার কিরণ,

পৃথিবীটা আমাকে করেছে কোনঠাসা

ফুরাবে কবে আমার দুঃসময় ?


অন্তস্হলে নেই আমার কঠিন জোর

করিনি কভু আমি মানবতা লঙ্ঘন,

তবু দুচোখে যেন বিষাদের স্বপ্ন

অস্তিত্বের গহীনে আবেগি মন।



রৌদ্র ভরা দুপুরে আমার পিপাসিত প্রান

স্বার্থ বাদীদের মিথ্যাচারে নিপীড়িত ধ‍্যান,

তবুও মনের মাঝে পরিস্ফুটিত আশা

নতূন দিনে আসে যদি পূবালী ঝড়।


বিক্ষিপ্ত হৃদয়ে আমার দিশাহীন গগন

নির্ভাবনায় আসবে কবে দীপ্ত সন্ধিক্ষণ,

সুস্হিরতা ফিরবে আমার হবে বিরহ দূর

সুখের তৃপ্তির মাঝে রাঙ্গা ফাগুন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much