কবি ও কবিতা
আমি অক্ষর আর তুমি মাত্রা,
আমাদের নিয়েই হয় শব্দ।
আমরা যদি মিলেমিশে না থাকি,
তবে সব কবিরাই হন জব্দ।
নিজস্ব কল্পনা আর বাস্তবের মিলন ঘটিয়ে,
আমাদের সাজিয়ে অলংকৃত করেন কবি।
আর হয়ে যাই গল্প, উপন্যাস, কবিতা,
যা অলংকারিকের হবি।
কবিতা বিনা হয় না কবির জীবনী,
অনেকে তাই লেখেন, নিজের বিবরণী।
কবিতা বিনা কাটে না তাদের দিন,
তাই তো লিখে চলে তারা, কবিতা প্রতিদিন।
কবিরা করে সমাজের থেকে,
একটু খানি আশা,
কবিতার সাথে তারা যেন পায়,
সমাজের ভালোবাসা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much