আমি ঘর হতে চেয়েছি
আমি ঘর হতে চেয়েছি
খুঁজে নিতে চাইছি
একদিকে সূর্য অন্যদিকে জোসনা রাত।
কিন্তু যৌবনে স্বপ্ন দেখাটা, একটু বাড়তি
ইছামতি নদীর মতো
কখনো বহতা
কখনো বালির চরা।
কোলাহলের কাছে উড়ে বেড়ায়
এক ঝাঁক প্রজাপতি
প্রিয় সন্ধ্যা নামলে সিঁদুর পরা নারী
নির্ভেজাল ভালোবাসাটা ভুলে যায়
পেরিয়ে যায় সকাল থেকে রাত
পালটায় হাত, ঠোঁট ,গোটা শরীর
আমি তোমার ঘর হতে চেয়েছি
আমি মেঘ হতে চাইনি
আমি প্রজাপতির ডানা হতে চাইনি
যৌবনের স্বপ্ন দেখায়
নির্ভেজাল কবিতা হয়ে ঘর খুঁজছি।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much