হাসি
সেলিম সেখ
তোমার ওই হাসি মুখটি
দেখতাম আমি যখন,
কোথায় যেন হারিয়ে যেতাম
থাকতো না হুঁস তখন।
মুক্তমনের মুক্ত হাসি
জুড়াতো মোর প্রাণ,
তোমার হাসিতে চাঁদের হাসি
হত যে তখন ম্লান।
যখন দেখি তোমার মুখে
থাকতো না কোনো হাসি,
মন চাইতো তোমার কাছে
যেনো ছুটে ছুটে আসি।
মিষ্টি-মধুর কথার ছলে
কেড়েছিলে মোর মন,
সময়ের ক্রমে নিয়েছো জায়গা
আমার হৃদয় কোণ।
মোর হৃদয়ে তোমার নাম
রয়েছে খোদাই করা,
থাকবে সেথা চিরকাল
আসুক যতই খরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much