০৯ এপ্রিল ২০২২

কবি ফারজানা  আফরোজ এর কবিতা " সেলফি"




সেলফি
ফারজানা  আফরোজ 

সেলফি তুলছি নদী,সাগর,পাহাড়ে
সেলফি তুলছি ঘরে কভু বাহিরে
সেলফি তুলছি হাটে-ঘাটে,বাজারে
সেলফি তুলছি পার্কে,উদ্যানে
সেলফি তুলছি গাড়িতে ঘুরতে।
সেলফি তুলছি গ্রামে আর শহরে
সেলফি তুলছি খেতে খেতে টেবিলে
সেলফি তুলছি একা বা দল বেধে
সেলফি তুলছি আলোচনা,পোগ্রামে
সেলফি তুলছি কবরে বা শশ্বানে।
সেলফির সাথে দিই কত রকম ক্যাপশন
সেলফি তুলতে কভু ঘটে  অঘটন।
সেলফি তুলতে সবাই যে অস্থির,
সেলফির মত যেন নিজ নিয়েই ব্যস্ত।
সেলফির এই যুগে রাখে কে কার খবর,
সেলফির মত একা কভু লাগে এখন।
সেলফিতে ভেসে ওঠে কত শত প্রিয় মুখ,
সেলফিতে রয়ে যায় চলে যাওয়া বহু ক্ষণ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much