তাড়না
সুখ কখনো আমার ছিলো না।
সুখের সু আর খাদ্যের খ
আমি কখনো ভাগে পাই নি
সুখাদ্য নিজে না তৈরি করলে।
যদিও ঘ্রাণ আলোড়নে আমার ক্ষুধার
জন্ম হয়েছে বহুবার।
সুখ আর খাদ্য এই শব্দাবলীর
পেছনে ছুটেছি অহর্নিশ...
সৌরভ সুবাস
হাস্যজ্বল তোমার কাঁধে মুখ
লুকিয়ে কাঁদে পাশবিক প্রেম।
হেম গুলো গড়িয়ে পড়ে চোখের তারার জ্যোস্না হয়ে।
এমন হাসো কেমন করে?
পানসে পানসি সামলে নিতেই হাসির খেলায়
জ্যোতি কুড়াই।
নিশুতি শিশুতোষ হাসির ভেতর
তুমি এসে কলোচ্ছোলিত
লজ্জায় কেমন কেমন যে
সোহাগ মাখো! উফ!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much