১৩ নভেম্বর ২০২০

মমতা রায়চৌধুরী



 আদ্যাশক্তি মহাকালী


হে আদ্যাশক্তি, মহাকালী

মুক্তকেশী, চৈতন্যময়ী ,

মুণ্ডমালিনী করালিনী।

তোর নাম স্মরণে

সর্ব পাপ যায় যে ঘুচে।

তোর নাইকো বরণ  

নাইকো আবরণ।

অথচ রূপেতে তোর

 পাগল যে ভোলা মহেশ্বর।

হে দয়াময়ী ,সদানন্দময়ী,

তোর স্নেহ সুধায় তেমনি 

গদাধর ,বামাক্ষ্যাপা ,আর    

ভবাও  হয়েছে পাগলা,

আর যত সব রয়েছি অভাগা।

হে প্রলয়ংকারী , জগৎ জননী 

তাই অশেষরপে প্রকট হ দেখি।

এ পৃথিবীতে অন্যায় -অবিচারে,

হিংসা-দ্বেষ কলুষতায় যে ভরে।

আজ মানুষ যে বড়ো বিপন্নতায়

কাটছে সময় তাদের অসহায়তায়।

তাই হে আদ্যাশক্তি, বরাভয়ী মা,

তোর খড়গে ঝলসা  ঘৃণ্যকর্মটা।

তুই কালোর  বুকে আনতো  মা

সকল আলোর বন্যা।

মানুষ হিংসা বিদ্বেষ যাক ভুলে 

সংহতির চেতনায় উঠুক জেগে।

পৃথিবীর যত কলুষতা ধুয়ে মুছে

আবার সকল গৃহকোণ আলোর   

রোশনাইতে  উঠুক ভরে।

হে মা আদ্যাশক্তি,  মহাকালী

  তাই দুর্দিনে তোর নাম যে স্মরি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much