আকাশ হয়ে থাকুক
আমি বুঝতে পারি
কিছুটা হলেও জানতে পারি
নদী -পাহাড় ও ঝর্ণার কথা।
জড়ো করা দুঃখগুলো
সবুজ করতে উড়ে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
সারমর্মে জীবন ছাড়া যুক্তি নেই
শুনতে গেলে লাগাম ছাড়া হবে,
যতসব আছে চিহ্ন গুলো মুছে যেতে পারে।
তাই উষ্ণতা নিতে
মানুষের কাছাকাছি যাবো----
ওখানে সোহাগ আছে, অন্তর আছে।
চলো --বৃক্ষের কাছাকাছি গিয়ে বসি
থাকতে চাই বলতে চাই
ফ্যাকাশে যতসব আছে সবুজ করবো
প্রেমিকারা হৃদয়ের অন্তপুরে
আকাশ হয়ে থাকুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much