০৫ এপ্রিল ২০২১

কবি মিশ্র




দেখা


রোজ তোর সঙ্গে দেখা হয়, রোজ

সকালে গরম চায়ের সঙ্গে

বিকেলের ঘুম ভাঙা আলসেতে

দুপুরে খাওয়ার টেবিলে এক

 টুকরো মাংসের সঙ্গে...

রোজ তোর সঙ্গে দেখা হয়, রোজ।


তারপর যখন রাতের অন্ধকারে

 আমি একা জোনাকির আলোর

 পেছনে ধাওয়া করি..

রিমঝিম বৃষ্টি দিনে একটা

 দুটো ফোঁটা মেখে নিই

 নিজের মধ্যে..

তখন ও...

তোর সাথে দেখা হয়...

এভাবে অনেকের সাথেই রোজ দেখা হয় .. রোজ

 

ছেলের পিয়ানোর টুং টাং শব্দে ঘুম ভাঙলে

জানালায় বুলবুলির খুটখুট শব্দে

ঝড়ের দাপটে পাশের আমগাছের ডালটা ভেঙ্গে পড়লে...

ফিঙে পাখির ডিমগুলো পড়ে যাওয়ায়.. চিৎকার করে জানান দেয় প্রকৃতিকে..


রোজ তোর সঙ্গে দেখা হয়.. রোজ..


অদৃশ্য উপস্থিতি, অজানা আতঙ্ক, অব্যক্ত যন্ত্রনা

সন্দেহ, সাবধানতা, সচেতনতা..


 এভাবেই নতুন করে খুঁজে ফিরি বাঁচার তাগিদে...


রোজ তোর সঙ্গে দেখা হয়... রোজ...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much