০৫ এপ্রিল ২০২১

রাকিবুল হাসান




প্রার্থনা


দ্রষ্টা তুমি স্রষ্টা তুমি

তুমি মহীয়ান!


খালিক তুমি মালিক তুমি

তুমি গরিয়ান!


নিরঙ্কুশ শ্রেষ্ঠত্বের অধিকারী

ওগো বিজয়দানকারী

ওগো উন্নতকারী!


আমি শূণ্য,নিরান্দ

নিরাশ্রয়

আমি কল্মষ

ওগো মার্জনাকারী

আমার দুষ্কার্য তুমি মার্জনা করো!


3শত দশ দিন পরে

এসে পৃথ্বীর বুকে

তোমার নাম শুনেছি মায়ের মুখে।


বলেছে খোঁকা!

আমি তোর মা- 

তবুও আমার কাছে কিছুই চাইবি না

চাইবি তোর স্রষ্টার কাছে-সে সর্বত্রময়!

সে মহৎ কৃপাময়!


তারই উপসনা করবি-বায়না ধরবি তার কাছে

ডাকবি বারংবার।


ওগো কল্যাণকারী 

অমুখাপেক্ষী

ওগো প্রার্থনা শ্রবণকারী

তোমার মায়াময় অঙ্গনে আমাদের আশ্রয় দাও

তোমার অনুকম্পাহীন আমরা যে এক্কেবারই নিরবলম্ব!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much