০৫ এপ্রিল ২০২১

ওয়াসিম খান




তবু চেয়ে থাকি 


তুমি যদি যোগ করো 

আমি করি গুন।

প্রেম প্রেম করো তুমি 

আমি খুঁজি মন । 


তুমি দেখ ভেদ ফল 

আমি দেখি ভাগ। 

তুমি হলে বিচ্ছেদ 

আমি অনুরাগ ।


তুমি কষো গনিতের 

লাভ ক্ষতি সূত্র। 

আমি লিখি স্মৃতিকথা

আবেগের পত্র। 


তুমি যাহা প্রেম ভাবো

শ্রাবণের বৃষ্টি।

আমি ভাবি ভালোলাগা

কামনার দৃষ্টি । 


তুমি আমি এক নয়, 

তবু চেয়ে থাকি ।  

দেখি আছে আর কত ?

রহস্য বাকী।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much