
নিশ্বাস
গরীব-ধনী উঁচু-নিচু জাতি ভেদা ভেদ
বৈষম্য তুলেছে মানব কন্ঠের গান
এই পৃথিবীর বন্দী ঘরে
কয়েকটা দিন
রয়েছে আমাদের প্রাণ।
ভাঙ্গছে মসজিদ মন্দির অহংকারে
বলো আল্লাহ ভগবান
একে অপরে মাঝে একি ধর্ম জাতি
একই রক্ত
ভিন্ন ভিন্ন রক্তের অভিমান।
দিক বেদিকে চলছে একটি নদী
তবু তার শত শত ভিন্ন ভিন্ন নাম
কারো যাই মৃতদেহ লাশ হয়ে
শ্মশানঘাট
কারো বা যাই কবরস্থান...
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much