১৭ এপ্রিল ২০২২

কবি লুৎফুর রহমান চৌধুরী কবিতা "পহেলা বৈশাখ"




পহেলা বৈশাখ 
লুৎফুর রহমান চৌধুরী
( ইংল্যান্ড ) 

পথের বাঁকে বসেছে মেলা
চলো সবাই যাই
আগের মতো মেলায় এখন
আনন্দ যে নাই।

হেঁটে হেঁটে দেখছি মেলা
খুঁজছি তোমায় আমি
তোমার সাথে দেখা হলে
কিনবো চুড়ি দামী।

লাল শাড়ির কথা তুমি
যেওনা ওগো ভুলে
মেলায় কিনে  দিয়েছিলাম
তোমার হাতে তুলে।

বৈশাখ এলেই মনে পড়ে
অতীতের স্মৃতি গুলো
দিনে দিনে সবকিছু
হয়ে যাচ্ছে এলোমেলো।

শাখা বরাক নদীর কথা
ভীষণ মনে পড়ে,
বৈশাখ এলে ইলিশ খেতে
ছুটে আসতে ঘরে।

খাতা পাতায় লিখতে তারিখ 
ভুলে যেতাম আমি
সবসময় পহেলা বৈশাখ মনে,
করিয়ে দিতে তুমি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much