নারীই তুমি
শেখ রাসেল
নারীই তুমি গড়তে পারো
ভাঙ্গতে পারো জানি,
উদার হলে পাহাড় সমান
রুষ্ঠে নাগিন মানি।
নারীই তুমি কল্যাণে সব
স্বভাব গুণে ভালো,
পুরুষ কাঁদে জন্য তোমার
রাত্রি হলেই কালো।
নারীই তুমি রূপ সরসী
হাজার কত গুণ,
নিন্দা ঘুণে ধরলে দিবে
তিক্ত কথার নুন।
নারীই তুমি চাইলে পারো
করতে সবি আলো,
মিথ্যা মোহের দেমাগ নিয়ে
হওনা কেন ভালো ?
নারীই তুমি বিষাদ ভরা
কয় পুরুষে কতো,
বদলে ফেলো মানুষ কেন
পোশাক পরার মতো ?
নারীই তুমি বৃক্ষ মায়ার
বাঁধলে সুখের ঘর,
কোন ছলনায় সত্ত্বা ভুলেই
করলে আপন পর ?
নারীই তুমি মা ভগিনী
সম্মানে হই নত,
রূপ ধুয়ে নাও তুলশী জলে
ময়লা আছে যত ?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much