বর্ষার ছবি
বর্ষা এলে পানিতে ডোবে
পুকুর নদী খাল,
মাঠের বুকে শ্যাপলা ফোটে
তোলে খুঁকির দল।
চারিদিকে থৈ থৈ পানি
জেলে ধরে মাছ,
রাখল বালক গুরু নিয়ে
বর্ষায় মাতে গান।
মাঠ ভর্তি নানান পাখি
আসছে উড়ে অজানার দেশ থেকে,
অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখি
মুখ ফেরাতে হয়না ইচ্ছে।
বর্ষা হলে বীজ রোপন
করতে হবে ভাই,
কোদাল হাতে কাঁধে লাঙল
চলেছে চাষির দল।
নদীর বুকে নৌকা চলে
তুলে রঙিন পাল,
বৃক্ষ রাজি ফিরে পায়
মুচকি হেঁসে কয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much