মধ্যম পন্থা
জগতে কোন জিনিস মাত্রারিক্তভাবে বেড়ে গেলে; হোক সেটা পরস্পর জানাশোনা, যোগাযোগ, ভালবাসা, শ্রদ্ধা, ভাললাগা, কিংবা সন্মান প্রদর্শন অথবা হৃদ্যতা তা এক ঝাপোটেই ভে'ঙ্গে কাঁচের দেওয়ালের মত খান খান হ'য়ে যেতে পারে এক নিমিষের মধ্যেই।
অথচ এখানে মোটেই পরস্পর পরস্পরের মধ্যে তেমন বিবাদের কোন কারণ কিংবা নীতির কোনই উল্লেখযোগ্য পার্থক্য নাও থাকতে পারে।
এটা বোধ ক'রি প্রকৃতির সূচীতে লিপিবদ্ধ থাকে যা সময়ের পরিক্রমায় ক্রমধারানুযায়ী অহর্নিশ একটার পর একটা ঘ'টতে থাকে আর মানবের আন্তঃরিকতা ও সততা যথেষ্ট থাকা সত্ত্বেও সেটিকে নিয়ন্ত্রণে রাখা আর সম্ভব হ'য়ে উঠেনা।
এ প্রসঙ্গে ইসলামেও সবসময় বলা হ'য়েছে মধ্যম পন্থা অবলম্বন করতে। বাংলায় একটা প্রবাদ প্রচলিত আছে যা আমরা তা সবাই জানি, অতি বাড় বেড়ো না ঝড়ে ভেঙে যাবে, অতি খাটো হয়ো না ছাগলে মুড়ে খাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much