১৫ জুলাই ২০২১

এরশাদ




 দীর্ঘশ্বাস 


কোন এক সন্ধ্যায় 

তোমার সমস্ত স্পর্শ ফিরিয়ে দেবো নারী।

দু'জনের কাতর চুম্বন,শরীরের সুনামী অথবা তোমার অধরের উদাম নৃত্য

রেখে দেবো তোমার কাতর চাহনীতে।


তোমার শিরদাঁড়া বেয়ে হিম শিহরণ 

আমাকে দিয়েছিলো যে উষ্ণতা! তোমার কপোলের রাঙা লালীমাও

আজ ফিরিয়ে দেবো।

কামোক্ত শরীর,গভীর নাভী বেয়ে বুকের বাঁ পাশে রাখা আমার রক্তাত্ত্ব ক্ষত

আজ ফিরিয়ে নেবো তোমার কাছ থেকে।


বুক বেয়ে উঠে আসা দীর্ঘশ্বাস আজ অনেক ভারী হয়ে

তোমার ললাট রেখায় এঁকে দিয়েছে যে মানচিত্র

সেখানে এখন আমার বসবাস নেই নারী

তুমি এখন প্রেমিকা নও।

তুমি এখন নষ্ট রাত

তুমি এখন আযৌবনা নৈশপ্রহর

তুমি এখন শীতল রাতের বাষ্পিত ধোঁয়া

তুমি এখন অনন্ত পৌরুষের সু-নিপুন ত্রাশ!

নারী,তুমি এখন কামোক্ত শরীরের টাকায় কেনা দীর্ঘশ্বাস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much