১৫ জুলাই ২০২১

ইকবাল বাহার সুহেল ( ইংল্যান্ড )


 রক্তহীন বুক



আমি শকুন দেখেছি 

তোর চোখের সাথে মিলিয়ে 

আমি শকুন দেখেছি ! ছিড়ে খাওয়া চোখ 

দেখেছি রাতের আধারে সাদা রক্তহীন বুক !


আমি শকুন দেখেছি 

স্রোতে ভেসে যাওয়া মৃতদেহের ওপর দাঁড়ানো 

একটা আত্মতৃপ্ত, অহংকারী ধরনের শকুন ! কফিনে কাপড় জড়ানো !


গল্পের আদি, মধ্য, অন্তের ধারাকে ভেঙে দিয়েছিলি যখন ! আমি শকুন দেখেছি 

মীমাংসা না করেই তুই তোর অসমাপ্ত গল্পটা শেষ করতে চেয়েছিস ! ঘৃণিত হয়েছিস।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much