ইন্ডাস্ট্রিয়ালাইজেশন
ঘুম ঘুম বন
মাঝে পাহাড় নামছে
সাথে তির তির সুগা ঝর্না।
বনফুলে ভরা চারপাশ ।
তিতলির গুঞ্জন মনে করিয়ে দেয় ফাগুন কথা ।
প্রকৃতি বজায় রেখেছে নিজ অব্যয়।
নইলে স্বার্থান্বেষী মানুষ তো
ভুলতে বসেছে সংস্কৃতি।
সারণ্ডার জঙ্গলের কিছু পরেই কোয়েল নদী
সে যেনো ---
নীল আঁচল বিছিয়ে কোন এক মোহময়ী নারীর এগিয়ে চলা ।
ঘন ঘন শ্বাস
কাঠুরে কাঠ কেটে চলে
মজুরী দেয় চোরা শিকারি।
ওরা আদিবাসী জনজাতি
ভাতের অভাব --
ওরা জানেনা
ইন্ডাস্ট্রিয়ালাইজেশন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much