কতোটা আলোকবর্ষ পরে
গোলাম কবির
কি এক গহীন আঁধার নেমে এলো
পৃথিবীর বুকে, দেখি মানুষের মতোই মুখ
অথচ হৃদয় যেনো তাদের ঘৃণিত বরাহ!
প্রতিটা রাত অপেক্ষা করি নরম সূর্যোদয়
দেখবো বলে অথচ দেখি প্রগাঢ় অন্ধকারে
ম্লান নিভু নিভু দিনান্তে সূর্য ঢেকে গেছে
মানুষের অসহায়তায়, গভীর লজ্জায়
চাঁদও যেনো উজ্জ্বলতা হারিয়ে গিয়ে
ঘন কালো মেঘে ঢেকে গেছে!
তারপর সারাটা দিন কেটে যায়
মূল্যবোধের গণকবরে সারিবদ্ধ মানুষের
লাশ টেনে নিয়ে শেয়াল কুকুরের মচ্ছবে
খাবি খাচ্ছি মানবিকতার পচে যাওয়া
গলিত লাশের ওপর শকুনির ভয়াল নৃত্য
দেখে দেখে। বিষাদের প্রগাঢ় অন্ধকারে
আবার মুষড়ে পড়ি ভীষণ!
এভাবে আর কতোদূর যাবে সভ্যতা!
দেশে দেশে অনর্থক যুদ্ধ যুদ্ধ খেলা,
সম্পদের অসম বন্টন, লুটপাট এবং
বোধের শূন্যতা ঘুঁচে গিয়ে
কতোটা আলোকবর্ষ পরে
আবার ফিরে আসবে মানবতা!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much