মধুসূধন
(চতুর্দশপদী)
মহিউদ্দিন আহমেদ
পুণ্য ভূমি সাগর দাঁড়ি কপোতাক্ষ স্নেহের নীড়,
উদিত হলো নতুন সূর্য নতুন রাগের আভা,
বৈকুণ্ঠের মাঠ বুনে চলে অদ্ভুত ছন্দের ভীড়,
অভিনব আগামীর পথে দুর্দান্ত প্রণয় লাভা ।
শতাব্দীর প্রাচীর ভেঙ্গে গড়লে নতুন পয়ার,
অমৃতাক্ষর সুধায় ভরে গাঁথলে নতুন ধারা,
প্রজাপতি পাখায় এঁকে নতুন রঙের জোয়ার,
বুনন মাঠে ছড়িয়ে দিলে দ্বীপ্ত আগামীর তারা ।
পুরোনো পশরা ঠেলে মেখে নিলে বিশ্ব কাব্য ধারা,
হাজার মাইল দূরে থেকে জননী মাটির ঘ্রাণ,
মহা-কাব্য গগনে দিলে ঢেলে মাতৃভাষার তারা,
মাতৃভূমি মাতৃভাষার অঞ্জলি বিকশিত প্রাণ ।
প্রতি বর্ণে ছন্দে বিকিরণ দেয় দৃপ্ত গুপ্তধন,
অমিয় ধারা বুকে তোমার অক্ষয় মধুসূধন ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much