৩১ মে ২০২২

কবি মধুমিতা বসু এর কবিতা "আমার কোনও ঘর নেই l"





আমার কোনও ঘর নেই 
মধুমিতা বসু সরকার



থিতু হওয়া হোল না এখনো,
যাকে আমি ঘর বলে জানি,
সে ত আমার একার নয়,
এসেছিলে তুমি,, বলেছিলে
এটাকেই বসত বাটী ভাবো,
যতদুর যেতে চাও, আমিও তোমার সাথে যাব।
এরপর জীবন বীক্ষন শেষে,
বয়োবৃদ্ধ হৃদয়,
যতটুকু দৃষ্টিপাত করি,
কোথাও দেখিনা তোমায়,
পাশে আছ, হয়ত বা দীর্ঘশ্বাস হয়ে,
গভীর রাতে স্পর্শ করো ভালো, মন্দ বোধ,
কিছু খুচরো অভিমান,
ক্ষতের  প্রশমন,
আমার থিতু হওয়া হোলনা তেমন।

1 টি মন্তব্য:

thank you so much