বিশ্বাস
মিলন ইমদাদুল
তোমার প্রতি আমার বিশ্বাস ততোটাই আছে–
যতোটা আছে ঐ ভোরের পাখিদের কাছে…
তুমি পাড় ভেঙে চলে যাও দূরে,বহুদূরে
পাখিরা দূর আকাশে উড়ে যায় পাখা মেলে!
এরপর দিনের ক্লান্তি শেষে সন্ধ্যায়–
ফিরে আসে পাখিরা আপন নীড়ে,
জীবনের খেরোপাতায় লেখা থাকে অমর স্মৃতি!
তুমি শুধু আসো না ফিরে আমার হৃদমন্দিরে
প্রতীক্ষায় বেলা বয়ে যায় সময়ে অসময়ে...
অনেক সুন্দর লিখেছে কবি,তার উজ্জ্বল ভাবিষ্যৎ কামনা করি।
উত্তরমুছুনOs3r
উত্তরমুছুনkhub sundhor hoiyache coto vai egiye jaw samnne duya roiyllo
উত্তরমুছুন