২০ এপ্রিল ২০২২

কবি তাহের আহমেদ লস্কর এর কবিতা "বৃথা স্বপ্ন "




বৃথা স্বপ্ন 

তাহের আহমেদ লস্কর 


উড়ি স্বপ্নের শহরে   
ভর করে স্বপ্ন ডানা,
কে দেবে আমারে 
স্বপ্নপুরের ঠিকানা ?

স্বপ্নে লাগে প্রেমবাতাস   
স্বপ্নে হৃদয় হয় শীতল, 
স্বপ্ন মম কষ্টের আকাশ   
স্বপ্ন যোগায় বুদ্ধি বল । 

স্বপ্নের ঘোড়া স্বপ্নে চড়ি  
স্বপ্নে গড়ি তাজমহল,  
স্বপ্নে বৃথা প্রেমে পড়ি  
স্বপ্নে পুড়ায় প্রেমানল । 

স্বপ্নভোরে রঙিন ফুলে  
গাঁথি স্বপ্নের মালা, 
স্বপ্নে মম হৃদয় জ্বলে 
স্বপ্ন দেয় জ্বালা ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much