সূর্যমুখী ভোরের স্বাধীনতা
মমতা রায় চৌধুরী
আজ ৭৬ তম স্বাধীনতা দিবস
কত মানুষের আশা আকাঙ্ক্ষার
শত বিপ্লবীর রক্তে রাঙানো মহার্ঘ দিন।
দিকে দিকে তেরাঙ্গা পতাকা
আর বন্দে মাতরম ধ্বনিতে
সরগরম গোটা দেশ।
এক দুঃসহ যন্ত্রণা রয়েছে
সমাজের প্রতিটি কোণে।
নিরক্ষরতা, অশিক্ষা,,বেকারত্ব, পণপ্রথা
যৌন নিগ্রহ , শিশুধর্ষণ ,নারী পাচার,
সমাজে বাসা বাঁধছে নিরন্ত র।
শিক্ষা স্বাস্থ্য নিয়েও অসাধু ব্যবসা,
হাজারো শিশুর স্বপ্ন কাড়ে রাজনৈতিক নেতা।
তখনই প্রশ্ন ওঠে এ কেমন স্বাধীনতা?
তবে কি..
স্বাধীনতা প্রাপ্তি রাত্রের সেই ক্ষত
এখন আরো দগদগে।
ধর্মান্ধতা, জাতিভেদ ,
বিচ্ছিন্নতাবাদ ,অস্পৃশ্যতা
জাতির আজও রন্ধে রন্ধ্রে।
স্বাধীনতার ছিয়াত্তর বছরে
এখনো শিশু খাটে চায়ের দোকানে।
নয়তো শিশু মনিবের বাড়িতে
মায়ের সঙ্গে ঝিয়ের কাজে।
এ কোন বিষে আজ জর্জরিত দেশ?
তাই ,
প্রশ্ন জাগে এই কি স্বাধীনতা?
ছিয়াত্তর বছরে এই আমাদের প্রাপ্তি?
এই স্বাধীনতাই কি চেয়েছিল
মৃত্যুঞ্জয়ী বীর বিপ্লবী?
এ প্রশ্ন সকলের কাছে।
এ যন্ত্রনা সকলের যন্ত্রণা।
এর থেকে কি তবে মুক্তি নেই?
আছে…
ছিয়াত্তর বছর স্বাধীনতা প্রাপ্তির ইতিহাসে
প্রাপ্তি অপ্রাপ্তির কথা না ভেবে,
জাগরণ হোক যুব সম্প্রদাযয়ের।
রাজনৈতিক নেতারে দিকে না তাকিয়ে
হাল ধরুক নিজের দেশে র।
সকল যন্ত্রণার অবসান ঘটিয়ে
সেদিন আসবে প্রতিটি ঘরে
এক সুন্দর সূর্যমুখী ভোরের স্বাধীনত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much