২০ এপ্রিল ২০২১

মোহাম্মাদ আবুহোসেন সেখ




আলাপে জ্ঞান


অন্তর চোখে তাকালাম,বিশ্ব প্রকৃতির দিকে।

চোখে তার অশ্রুজল,হৃদয়ে তাহার দুংখের ছল।

গৃহবধূ মহিলার মতো,ঘোমটা দিয়া কাঁদে।

তার বিচার পাইয়ে দেবে,বাতাস বয়ে চলে।

হঠাৎ থমকে দাঁড়ায়,বাতাস আমার সম্মুখে।

ছলছল চোখ জিজ্ঞাসা করলাম!বল আমায় বল?

বাতাসেরা করছে নালিশ,শোনরে সব শোন?

তুমি বা আমি,একই সৃষ্টিকর্তার সৃষ্ট মোরা।

তোমার কন‍্যাকে অলংকার দিয়ে ঢাকলে,যেমন লাগে সুন্দরী।

তেমনি গাছ-প্রকৃতি হলো,আমার রুপসজ্জার অলংকার।

তোমার সম্রাজের মানবজাতি,আমার রুপকে মাখাচ্ছে চুনকালি।

তাইতো পাচ্ছিনা দেখাতে কাউকে,কাঁদছি গৃহবধূর বেশে।

জগতের প্রকৃতি তোমরাই হলে আমার চোখে বিশ্বসুন্দরী।

আমি বলছি তোমায়,তুমি হলে জগতের রানী।

তোমার রুপদেখিয়া,পাগলের বেশে ঘুরি আমি।

আমার সম্রাজের মানবজাতি,তোমার গুরুত্ব বুঝবেই একদিন।

আর সেদিন এই মাটিতে রাঙিয়ে তুলবে,সবুজে ঘেরা কত কি!।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much