ভুলের পথে মানুষ
প্রকৃতি আজ রুষ্ট হয়েছে
বায়ুতে এসেছে বিষ
নিঃশ্বাসের আর বিশ্বাস নেই
কে ফেরাবে এদের হদিশ।
বিশ্ব আজ ভয়ে কাঁপছে
বিষাক্ত রোগ এসে দুয়ারে কড়া নাড়ছে,
জাগো মানুষ জাগো এবার
একটু তো সজাগ হও--
মিটিং মিছিলে না ঘুরে এবার
নিজের ঘরের দিকে রওনা হও।
চারিদিকে আজ চলছে ওই
ভোট ভোট খেলা
শ্মশানে তাই বসেছে দেখো
কতো লাশের মেলা।
যাদের জন্য তোমরা আজ
করছো এতো রেলি
যেদিন তাদের দরকার ফুরাবে
সেদিন তুমি হবে তাদের চোখের বালি।
ভালো যদি বাসার হয়,
বাসো নিজের পরিবারকে
ভালোবাসো নিজের সন্তানকে,
ভালোবাসো নিজের মাকে, নিজের মাতৃভূমিকে।
এরাই বোঝে তোমার মূল্য
তুমি বিহীন তোমার পরিবার যে শূন্য।
সমাজে আমরা সবাই মানুষ নামে খ্যাত
মান আর হুশ বিহীন শুধুই স্বার্থে জর্জরিত।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much