এসো হে নববর্ষ
নতুন বষ' বরর্ণে
কত আশা ছিল মনে,
খানা,পিনা, নাচগানে
আপনজন মিলবো একসাথে।
কবিতা,গান,পাঠ
বলবে সবাই উৎসবমুখর দিনে।
ঈশ্বর নিজেই তালাবন্দী
দেবতা রয়েছে দেবালয়ে,
ভক্তের ভয় হৃদয়ে।
যৌবন শেষ, হুজুগে পারিনি বেড়াতে
কবিতা লিখি দুঃখের দিনে।
ভালো থেকো সবাই নতুন বছরে
আমার কলম অনুগত ভালোবাসার কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much