একটি গোলাপ
যখন তুমি দুগ্ধপোষ্য
নবজাতক কুসুম কলি
দু-চোখ জুড়ে ঘুমের নেশায় অন্ধ
সারা শরীরে দুধের গন্ধ
আমি তখনও তোমায় ভালোবেসেছি।
যখন তুমি
কৈশোরী এক ষোড়শী
নবযৌবন প্রাপ্তি
বিশুদ্ধ নীল পালকের প্রজাপতি
আমি তখনও তোমায় ভালোবেসেছি।
যখন তুমি
বর্ষা দিনের ভরা পুকুর
রূপালী জোছনায় টইটম্বুর
পূর্ণ হিল্লোলিত তোমার যৌবন
আমি তখনও তোমায় ভালোবেসেছি।
যখন তুমি
পৌড়ত্ব থেকে বার্ধক্য হবে
60 থেকে 80
কুঁচকে যাওয়া ফুল
আমি তখনও তোমায় ভালোবাসবো।
সকল প্রত্যাশা-রঙিন ভালোবাসা
চাঁদনী প্রসর রাত
যখন করবে পরিত্যাগ
আমি তখনও তোমায় ভালোবাসবো।
শুরু থেকে শেষ/আপাদমস্তক ভালোবেসেই যাব।
তোমার প্রতীক্ষার প্রহর গুণে
নিঃসঙ্কোচে দাঁড়িয়ে থাকবো হাতে নিয়ে একটি গোলাপ।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much