হতাশা
আজকাল অনেক চুপচাপ হয়ে গেছি
বিমূর্ত সময়গুলো যেন আর ডাকে না আমায় আগের মত।
তাই আমি এখন নিস্পন্দিত জীবনে হতাশার গ্রাসে বিচ্ছিন্ন দ্বীপ যেন।
সাদা মেঘের ভেলার মত আমি ভেসে বেড়াই
পানিতে ফুটিয়ে তুলি বিবর্ণ জীবনের অপ্রতুল ঢেউ হাওয়ার তালে তাকে এগিয়ে যাই এদিক সেদিক তপ্ত দুপুরের হৃদয়ের কোণে ঝরে যায়
এক গহীন রাতের নিঝুম আলাপন।
তবু উদাস মনে এখনও তোমায় ভাবি
এবং ভেবে যাবো অনন্তকাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much