২১ ফেব্রুয়ারী ২০২১

ওমর ফারুক




ভাবিনি কখনও



কখনো ভাবিনি আমার প্রেমহীন 

অন্ধকারে আলো জ্বালিয়ে দিবে।


কখনো ভাবিনি তোমার স্নিগ্ধ কন্ঠের আহবানে শীতল শয্যা করে দিবে।


কখনো ভাবিনি হঠাৎ করে মনের পিঞ্জিরাতে জায়গা দখল করে নিবে নিজের মতো করে। 


কখনো ভাবিনি আমার অতীতের দুঃখ ভুলিয়ে নতুন করে হাসি ফুটিয়ে দিবে নিজের মতো করে। 


কখনো ভাবিনি আমার কষ্টে'ভরা জীবন টাকে আনন্দময় বানিয়ে দিবে তোমা লাজুক লাজুক দুষ্টমিতে।


এ তোমার জাদু নয়, গুণ যে গুণে

জড়িয়ে আমি হয়েছি প্রেমিক।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much