২১ ফেব্রুয়ারী ২০২১

মোঃ হা‌বিবুর রহমান



নেয়ামত



‌হে বিরাট ‌হে দয়াময় তোমারই নাম যপি দিনমান ধরি,

মহান ক‌রে‌ছো মো‌দের আছে যত তোমার সৃ‌ষ্টিরা‌জি।


পাহাড় পর্বত নদী নালা আর আ‌ছে যত বি‌শ্বের বিস্ময়,

অধীন ক‌রিয়া দিয়াছ সবই মো‌দের তু‌মি সৃ‌ষ্টির সর্বময়।


পাখপাখালি, পশু আর সৃ‌ষ্টির যত আ‌ছে প্রাণীগু‌লো,

‌মো‌দের কথায় উ‌ঠবোস ক'র‌ছে তারা দিবারাত্র যে‌ন।


আকা‌শে আ‌ছে চাঁদ সূরুজ আর যতসব নক্ষত্রপু‌ঞ্জি

‌শো‌ভিয়াছ তু‌মি ন‌ভো‌তে সবই যেন মানু‌ষেরই লা‌গি।


সাত সমুদ্র তে‌রো নদী সৃ‌জি‌ছ ‌সাগ‌রে যত জলজ প্রাণী,

‌হিসাব ক‌সে দে‌খে‌ছি সবই সৃ‌জি‌ছ তা মান‌বেরই লা‌গি।


আ‌লো বাতাস গাছপালা এসবই তোমার বড় নিয়ামত,

সে‌বি‌বে মানু‌ষের ত‌রে যত‌দিন হ‌বেনা রোজ‌ কেয়ামত।


মানুষ সেরা মানুষই শ্রেষ্ঠ তা‌তে নেই কোন স‌ন্দেহ বু‌ঝি,

দান ক‌রে‌ছো যত ফল ফুল ও শস‌্যভান্ডার রা‌শি রা‌শি।


‌হে আল্লাহ্, হে মা'বুদ হে দয়াময় তু‌মি মো‌দের সৃ‌ষ্টিকর্তা,

‌তোমার খেলা বুঝা স‌ত্যিই বড় দায় সৃষ্ট মান‌বের দ্বারা।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much