১৭ ফেব্রুয়ারী ২০২১

ফরমান সেখ




 নতুন যৌবন


কেবলি মোর  ফুটেছে ফুল

    যৌবনের যে বনে,

খেওনা কীট  একটু দাড়াও

    দুঃখ পাবো মনে।


অনেক যত্নে  করছি বাগান

      পরিশ্রম ও ঢের,

এখন যদি নাওগো খেয়ে

    হয়ে যাবে হের ফের।


আমার জীবন  বাকি অনেক

    আছে অনেক স্বপ্ন,

কেবলি মোর  নতুন পোষাক

    করোনা মোর নগ্ন।


শক্ত হয়ে  দাড়াও তুমি  

     আসুক যত ঝড়,

অসৎ পাত্রে  তবুও গো

    ফেলিওনা সর।


চাপে পড়ে  যখন-তখন

   করিওনা গো ভুল,

থাকবে না  বাগানখানি

  থাকবে নাকো ফুল।


কামড়াও না  যৌবন তুমি

  বন্যায় যাবো ভেসে,

মান সন্মান  সবই যাবে

   থাকবে নাকো শেষে।


ধর্য্য ধরো  একটু আরো  

     আসুক ফল গাছে,

দিবো খেতে  অমৃত ফল   

 করোনা ভুল পাছে।


আঁকড়ে রাখি  তোমার ভয়ে

   ভালোবাসার বন্ধন,

কখনো বা  ভেঙে পড়ি

  বসে করি ক্রন্দন।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much