বিপ্লবের আহ্বান
করব লড়াই তাদের সাথে
ধরব অতীত এর পথ-
রক্তে মোদের আজও সে জোয়ার
মনের মাঝে আছে হিম্মত।
তারা তো কেবল হিংসা জানে
ধ্বংসের পথে অবিচল-
আমরা আনিব নতুন বিপ্লব
বুকে আছে মোদের সেবল।
পারবেনা তারা অগ্রসর হতে
কি আছে তাদের সাধ্য-
আমরা যে সব তরুনের দল
ওদের পিছুটানে করব বাধ্য।
তারা তো সব ক্ষমতা লোভী
পুঁজিপতি বুর্জোয়ার দল-
ধ্বংস করব তাদের পরিকল্পনা
ভবিষ্যত প্রজন্ম পাবে তার সুফল।
কন্ঠে মোদের অমৃত বানী
বাহুতে অসীম জোর-
শেষ হবে তাদের সম্প্রদায়
আনব প্রজ্জ্বলিত নতুন ভোর।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much