হারাণজেঠু
শহর কখন গড়িয়ে গড়িয়ে গ্রামের পথে
এখন গ্রামে আর মাটির পথ নেই
মোরামের পর মসৃণ পিচরাস্তা
মাটির বাড়ি অবলুপ্তির পথ, অট্টালিকার শোভা নজর কাড়ে
গ্রাম-শহরের মেলবন্ধন, এরই নাম সম্পর্ক
গ্রামের প্রবীণ মানুষ হারাণজেঠু, স্বাধীনতা দেখেছেন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের স্মৃতি তাও ম্লান নয়
নবীন প্রজন্মের সঙ্গে মানিয়ে নিয়ে বলেন
এরই নাম সম্পর্ক, বিজ্ঞানের জয়যাত্রায় আলোময় আজ গ্রাম
গ্রাম ভরে যাচ্ছে শহুরে গন্ধে আর শোভনতায়
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much