মেয়ে, সাবধান!
ফুলের বাগানে মৌমাছি উড়বে
এটাই স্বাভাবিক, কিন্তু এখন দেখছি
মৌমাছি নয় শুধু সাপ আর বিচ্ছু,
আবার কিছু জোঁকও আছে সেখানে।
এরকম বৈরী সময়ে মেয়ে,সাবধান!
তুমি যেনো যেও না,
বরং নিজেকে সামলে রেখো
এই বিপন্ন সময়ে।
ওরা তোমাকে ছোবল দেবে,
রক্ত শুষে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে
কিংবা শেয়ালের মুরগির মতো
ছিঁড়ে খুঁড়ে নিষ্প্রাণ দেহে
পাট খেতে ফেলে রাখবে তোমায়।
ভালবেসে একদিন তোমার খোঁপায়
ফুল গুঁজে দিতো যে যুবক,
সে এখন জন্মান্ধ সময়ের ফেরে
নেশায় মাতাল! ঘর বাঁধার ছলে
তোমার জন্য হতে পারে
শরৎ বাবু'র দেবদাসের চুনিলাল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much