কল্পকথা ও বাস্তব পাঠশালা
আমার কল্পণার ঘর তুমি।
যেখানে নীল আকাশ ছাদ
আর সবুজ ঘাস হতে পারে স্বর্গসংসার।জগতের সব প্রেমগুলো জোগাড় করে গাঢ় টিপসই দেব প্রকৃতির পরতে পরতে।
যেখানে তুমি আর আমি
আমি আর তুমি দুজনে দুজনার
এটাই হবে আমাদের সংসার।
তোমার সাথে থাকাই আমার আনন্দ,হোক সেটা ধুসর মরুভুমি
অথবা গহীন অরণ্য
তোমার হৃদয় মাঝে শুয়ে থাকব অনন্তকাল।তুমি শুনতে পারবে আমার হৃদস্পন্দন আমি তোমার অনুভব বুঝে যাব প্রাকৃতিক স্পর্শে ।
রাতটা পার করে দেই প্রিয় তোমার সাথে কথা বলে বলে তুমি যা বল মনে হয় সবগুলো কথায় মধুরবচন।
মিলেমিশে থাকব একাকার তুমি আর আমি
তোমার হৃদয়কুঠুরির প্রতিটি স্তবকে লেখা থাকুক আমাদের প্রতিচ্ছবি লিখে রাখো আমি তোমার।
হৃদয়ে লিখে রাখা কল্পকথাগুলো বড়ই মধুর।আহা যদি এমন হত তাহলে মিশে যেতাম বাস্তবের পাঠশালায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much