২০ মার্চ ২০২২

কবি শিবনাথ মণ্ডল এর কবিতা




মুখোস পরা মানুষ
শিবনাথ মণ্ডল

স্বার্থ ছাড়া  এই দুনিয়ায়
কেউতো চলেনা
স্বার্থ ছাড়া কোনো মানুষ
ভালো বাসেনা।
মিথ‍্যা কথা বলতে যাদের
মুখে বাধা আসেনা
নিজে ভাবে আমি ছাড়া
কেউতো বোঝেনা।
বন্ধু সেজে যে জন তোমায়
ভাবাই  আপনজন
সুযোগ বুঝে কেড়ে নেয়
আসল মূলধন।
কাছে এসে ভালো  বেসে
বলে মিষ্টিকথা
স্বার্থ খানা ফুড়িয়ে গেলে
নেয় কেটে মাথা।
মুখোস পরাএই দুনিয়ায়
যায়না কাউকে চেনা
আসল নকল যাবে বোঝা
পুড়ালে খাঁটি শোনা।।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much