২০ মার্চ ২০২২

কবি গোলাম কবিরের কবিতা




পড়ে থাকা একখণ্ড মাংসপিণ্ড
গোলাম কবির    

  মানুষকে তো ইচ্ছে করলেই 
  ছুৃঁয়ে দেয়া যায় , ইচ্ছে হলে প্রিয়ার খোঁপায় 
  গুঁজে দেয়া যায় একটি লাল গোলাপ
  কিংবা নিদেনপক্ষে একটি রক্তিম জবা।  
  ইচ্ছে করলে কখনো কখনো
  পাহাড়ের বুকে শুভ্র মেঘকে ও 
  ছুঁয়ে দেয়া যায় কিন্তু 
  হৃদয় কি ছুঁইয়ে দেয়া যায় হৃদয় না দিলে?
  অথচ কতো লোকই দেখি 
  হৃদয় না দিয়েই হৃদয় ছুৃঁয়ে দেয় 
  ভুল ভালবাসার খেলা খেলে! 
  ওরা মানুষের হৃদয় নিয়ে সাপলুডু 
  খেলা করে, কখনো আবার হৃদয় 
  ঝলসে দেয় অথচ ভালবাসলে 
  মানুষের হৃদয় হয়ে যায় 
  নিঃসীম আকাশের মতো উদার!  
  ভালবাসা পাবার জন্য মানুষ 
  অবিরাম বয়ে চলা নদীর মতো
  ভালবাসা নামের মরিচীকার পিছনে  
  ঘুরতে থাকে অবিরত! 
  অথচ মানুষের কাছে এখন
  হৃদয় নামের বস্তুটাই হারিয়ে গেছে, 
  ওটা এখন শুধুই পড়ে থাকা 
  একখণ্ড মাংসপিণ্ড যেনো!

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much