নীল আকাশ
কামরুন নাহার
কেউ জানে না
কার আকাশের কালো মেঘের
কাব্যগুলো কতটা নীল!
কার আকাশের স্বপ্নগুলো
ঝলসে আগুন!
কার পৃথিবী বুনো হাওয়ায়
মাতাল প্রায়!
কার জীবনের অজানা ভুল
ঝরা পাতা আর ভীষণ ধূসর।
কার আকাশের তারাগুলো
অস্তগামী সন্ধ্যাপ্রায়।
জীবন নদী কতটা দীর্ঘ
কেউ জানে না!
জলের তৃষ্ণা কার কতটা
কেউ জানে কি?
কার সমুদ্র কতটা বিশাল
কেউ জানে কি?
কার আগুনে কতটা তেজ
কেই বা জানে!
তবু আঙ্গুল তুলি
কথায় ভুলি
ভুলের রাজ্যে জীবন গড়ি।
ভুলের এই পৃথিবীতে
মন যুদ্ধ করে চলি।
হতেম যদি
নির্ভীক কোন ছন্নছাড়া
যে ভূবন কাঁপায়
তারার মেলায়
আর গোধূলি আলোয়
নিজকে দেখে স্বপ্ন ভেলায়।
আর শহরজুড়ে তানপুরাদের
রাগ শুনে যায়
কাকের ভাষায়।
তবুও কোকিল হয়ে
কালের স্রোতে মিষ্টি ডাকে
নির্ঘুম কোন নিঃশব্দ
জোছনা রাতে।
আর ব্যাঙের কথায়
ব্যঙ্গ করে হালকা হাসে
পথিক হয়ে গহীন রাতে
ঘুড়ে বেড়ায় খুব নীরবে
যেন মহুয়া বনের
মাতাল কোন একলা পরী।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much