২৮ সেপ্টেম্বর ২০২১

রাবেয়া পারভীন এর ধারাবাহিক ছোট গল্প "কালো ক্যনভাস" ২

  নতুন  ধারাবাহিক "ক্যানভাস "
লেখাটি পড়ুন এবং অন্যদের  পড়তে সহযোগিতা করুন  লেখককের মনের অন্দরমহলে জমে থাকা শব্দগুচ্ছ একত্রিত হয়েই জন্ম এই লেখার আপনাদের মূল্যবান কমেন্টে লেখককে  লিখতে সহযোগিতা করবে।    





কালো ক্যানভাস 
 
                                                 (ম পর্ব) 



                                         নীলার দিকে তাকিয়ে মন ভরে গেল জালাল সাহেবের। বিগত দিনগুলিতে  কত কষ্টই না করেছে মেয়েটা। সব বাঁধা বিপত্তি পেরিয়ে এই পর্যন্ত যে আসতে পেরেছে সে জন্য  তিনি  মনে মনে আল্লার কাছে শুকরিয়া জানালেন।
- কৈ আব্বু  তুমি তো বল্লেনা  আমাকে কেমন লাগছে ?  
হেসে মেয়ের দিকে তাকালেন  জালাল সাহেব
-খুব সুন্দর লাগছে,  আমার মা বলে কথা । আমার মা পৃথীবির সেরা সুন্দরী।
- আব্বু !  বাড়িয়ে বলছো কেন ?
-দুর কেন বাড়িয়ে বলব, যা সত্যি  তাই বলেছি। বাবা মেয়ে দুজলেই  হো হো করে হেসে উঠল। মেয়েকে কলেজ গেটে নামিয়ে দিয়ে  জালাল সাহেব  চলে গেলেন। 
নীলা এসে অধ্যক্ষের  রুমে ঢুকল
-আসবো স্যার।?  
-আসুন নীলা ।  বসুন। 
সালাম দিয়ে  অধ্যক্ষের  সামনে  বসলো নীলা।
কুশল  বিনিময়ের পর  অধ্যক্ষ  নীলাকে সাথে নিয়ে  টিচারদের কমনরুমে এলেন।  বড় গোলটেবিল ঘিরে বসে আছেন সব শিক্ষকেরা। সবার দিকে চোখ বুলিয়ে নিয়ে অধ্যক্ষ সাহেব  বল্লেন 
-সবাই  আছেন  দেখছি, ইনি  নীলা  চৌধুরী, আপনাদের নুতন সহকর্মী । আজকেই জয়েন করেছেন। দেখতে  ছোট কিন্তু  বিসিএসে  খুব ভালো রেজাল্ট করেছেন।
সবাই  একসাথে নীলার দিকে তাকালো । নীলাও চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখছিলো। হঠাৎ  একজনের  মুখের  উপর  দৃস্টি  এসে আটকে গেল  তাঁর। এক মুহূর্তের  জন্য সারা শরীরে কাঁটা  দিয়ে উঠল । কে উনি ?  কে ?


                                                                                         চলবে...

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much