২৭ জানুয়ারী ২০২১

রীনা দাস


 


কালীপূজো


কৌটি টাকার কালী পূজো !

কি এসে যায় তাতে ?

কেউ তো আর এক পয়সা

দেয়না আমার হাতে ?


হাজার খুশীর নিত্য লহর

চলছে আনাগোনা

আমার মনে খুশীর ছোঁয়া

পাইনা এককনা ৷


যেদিকে দেখি আলোর মালা

জ্বলছে পথ, ঘাট

সে আলোতে আমার মনে 

বসেনা চাঁদের হাট ৷


পূজোর আলোয় সবার মন

আনন্দে যায় ভরে

খিদের জ্বালায় ঘুম আসেনা

ছটফট করি ঘরে ৷


মায়ের পূজোয় খুশী হোতাম

পেতাম যদি ভাত

রুক্ষ মেজাজ ঠান্ডা হতো

খুশীতে হোতাম মাত ৷


ঝাঁ চকচকে হোকনা শহর

বহুতল শত বাড়ি

গরীব,দুঃখী কষ্ট পেলে 

হয় কি মনোহারি ?

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much