কল্পনার দেশ
পৃথিবী যদি কল্পনার দেশ হতো
মানবজাতি থাকত সুখে।
সীমাহীন দারিদ্রতা পৃথিবীতে
যদি না থাকতো, থাকতো মহাআনন্দে।
দুঃনীতি,কম'হীন,দূবলশ্রেনী
যদি না থাকতো, প্রতিবাদ, বিক্ষোভ,ধম'ঘটে,
হতোনা গণআন্দোলন।
সাইকোথ্যাব যদিনা থাকতো
ওরা অনেক বছর বাঁচত।
শক্তিধর রাষ্ট্রযন্ত্রের দাদাগিরি
শোষনও শাষনে যদিনা থাকতো
ছোট্ট রাষ্ট্র গুলো শান্তি পেত।
বুদ্ধিজীবীরা পৃথিবীময় যদি একহতো
স্বর্গের দেশ হতো।
মহাভারতে রথের কল্পনা থেকে
রকেটের যদি হয় সৃষ্টি,
যুগের শেষে কল্পজগৎ
হতে পারে বাস্তব মুখী।
কল্পদেশে থাকবো বেঁচে
অনন্তকাল ধরে,
বিদায় চাইনা পৃথিবীর কাছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much