২৭ জানুয়ারী ২০২১

মোঃ হা‌বিবুর রহমান




মুখচ্ছ‌বি ভা‌সে তবুও হৃদয়প‌টে



তার মু‌খের‌ দি‌কে ‌কেন যেন আর তাকা‌তেই পারিনা,

অ‌নেকবার তাকা‌নোর চেষ্টা ক‌রেও তাকা‌তে পা‌রি‌নি।

হে‌রে যে‌তে যে‌তেও হারিনি আবার ভুল‌তেও পা‌রি‌নি।

বার বার তাকা‌নোর চেষ্টা ক‌রেও অব‌শে‌ষে মন চায়‌নি।

অথচ, তার প্রতি তেমন ঘৃণা বা অ‌ভিমানও জন্মায়‌নি।

কিন্তু কেন যেন তার দি‌কে আমার তাকা‌তে মন চায়‌নি।

অ‌নেক ভে‌বে‌ছি, বেশ গ‌বেষণা ক‌রেও উত্তর মে‌লে‌নি।

মন থে‌কে তাহ‌লে কি তার নাম চিরত‌রে মু‌ছে ফেল‌বো?

জা‌নি এটা কখনই সম্ভব নয় বা মো‌টেই সহজসাধ‌্য নয়,

আর তা‌কে যতই ভুলার চেষ্টা ক‌রিনা কেন পা‌রি না তা

কেন যেন সে ছায়ার মত ক‌রেই অনুসরণ ক‌রে আমাকে,

তার মুখচ্ছ‌বিটা ভে‌সে উ‌ঠে  আমার নরম হৃদয়পুরে‌টে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

thank you so much