মনের বাসনা
অনুপ রায়,
আমি খুজেছি যাহারে !
আমার আপনার চেয়ে
আপন সে জন !
খুজি তারে আমি আপনার মাঝে!
আমার মনের তৃষ্ণিত আকাশে,
চাতক সমো আকুলও পিয়াশে!
আমার মনের পিয়ালও তমালে,
দেখি তারে ভোরের ও আকাশে!
রবির ও বেশে !
আমারই রচিত কাননে বসিয়া !
পরানও প্রিয়া মালিকা গাথিয়া,
পরাবে মোর গলে !
আমি শুনি যেন তার চরনের ধনী,
আমারই পিয়াশী বাসনায় !
আমার মনের গহনে আমি তারে
খুজেছি বারে বার...!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much