অভিপ্রায়
খুঁজেছি যারে জনম ধরে
কোথায় আমি পাবো তাহারে?
আছে কি সে এই চরাচরে?
পাই যদি তাহার যুগল চরণ
বক্ষ মাঝে করিব ধারণ,
কোথায় আছে সেই মহাজন
ভেবে ভেবে রজনী কাটে।
না পাই যদি তাহার দেখা
মোর এ জনম যে হবে বৃথা,
বোঝে না কেউ মনের ব্যাথা
আশায় আশায় চলছি সর্বক্ষণ।
যেন কৃপা করে শ্যাম দয়াময়
এসেছি আমি যার করুণায়,
অধমের এই শেষ অভিপ্রায়।
অসাধারণ লিখেছেন অনেক অনেক শুভ কামনা
উত্তরমুছুন