চোরকাঁটা
মেঘহীন সাদা আকাশ পরন্ত দুপুর
ধূ ধূ সাদা মাঠের পরে,
তোমার ধূপছায়া শাড়ির পারে
চোর কাঁটাতে বিঁধিয়ে দিলাম মন।
আমার এই টূকরো কথা আর হাসি
পড়বে মনে ফিরবে যখন ঘরে।
খুঁজতে থাকবে একটি একটি করে
ওগুলো চোর কাঁটা নয় স্মৃতির কাঁটা,
বিধঁবে বুকে কখনো সুখের ব্যথায়
কখনো বা ব্যথার সুখে স্মৃতির পরে।
শঙ্খ সাদা জোৎস্না রাত
সে তো যেন রাত নয়
মনে হবে চাঁদে লেখেছে গ্রহণ।
অমন করে বলোনা আর যাই
বলো ওগো আসি
বিদায়ের নীরব ব্যথায় মুখে থাক হাসি।
তোমার ঐ দু চোখ থেকে যদি মুক্ত ঝরে,
ব্যথার স্মৃতির ঝিনুকে নয়
রেখো তুমি তাকে ধরে হৃদয়ে মুক্ত করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন
thank you so much